বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষব পদে নিয়োগের দাবিতে রাজধানীতে এনটিআরসিএ অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও সনদধারীদের একাংশ। এসময় তারা যোগ্য নিবন্ধিতদের ডেটাবেস পৃথক করে নিয়োগের দাবিও জানান। রোববার সকাল থেকে এনটিআরসিএ নিবন্ধিত (১-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের ব্যানারে তারা এ শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালন করছেন ।