- কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,১৬ জানুয়ারি।।
পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা ক্লাবের উদ্যোগে এর উদ্যোগে অর্ধশতাধিক দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার শেষ বিকালে উপজেলা প্রশাসনের মহিলা ক্লাবের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা মহিলা ক্লাবের সভাপতি সুরাইয়া ফাহিমা এমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার ও পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইনডিপেনন্ডেন্ট টেলিভিশন, জেলা প্রতিনিধি (পায়রা বন্দর-কুয়াকাটা) মো: ফরিদ উদ্দিন বিপু।
মহিলা ক্লাবের সভাপতি সুমাইয়া ফাহিম বলেন, আমাদের সমাজে অনেক অসহায় নারীরা গরম কাপড় কেনার তো দূরের কথা দুবেলা ভাত খেতে পারে না। আমরা সেই নির্যাতিত অসহায় নারী উন্নয়নে কাজ করে থাকি। এর ধারাবাহিকতায় দুস্থ অসহায় নারীদের পাশে দাঁড়ানোর জন্য তাদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেছি। যাতে তারা একটু হলেও ভালো থাকতে পারে।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, নারীদের সহযোগিতা ছাড়া উন্নয়ন করা সম্ভব না। তাই নারীদের অবহেলা না করে তাদেরকে স্বাবলম্বী করতে আমাদের সহযোগিতা দরকার। এই নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে অসহায় নারীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাবে উপজেলা প্রশাসন।
###
১৬.০১.২০২৫