চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী সোমবার (২০ জানুয়ারি) শেষ হচ্ছে। সে হিসেবে আর দু’দিন আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ জানুয়ারি এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়ানো হয়। আবেদন শুরু হয়েছে গত ৩ জানুয়ারি। ৪ জানুয়ারি থেকে ফি জমা দিতে পারছেন আবেদনকারীরা।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমা দেয়ার সময়সীমা বর্ধিত করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমা দেয়ার সময়সীমা আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯টা পর্যন্ত বর্ধিত করা হয়।
আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।