কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি ১৭ জানুয়ারি ২৫
জানুয়ারি মাসের শুরুতে পর্যটকশুন্য কুয়াকাটার সৈকত জানুয়ারির শেষ দিকে এসে পর্যটকে মুখরিত। সাপ্তাহিক ছুটি এবং পর্যটন মেলার কারণে কুয়াকাটার সৈকতে পর্যটকদের আনাগোনা বাড়ছে এমনটাই মনে করেন পর্যটন নির্ভর সকল ব্যবসায়ীরা।আজ সকালে সরেজমিনে কুয়াকাটার সৈকতে গিয়ে দেখা যায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে প্রায় ১ কিঃমি পূর্ব ও পশ্চিমের সৈকতে পর্যটকদের উপস্থিতি।পর্যটকরা যে যার মত সৈকতের সৌন্দর্য উপভোগ করছে।
পর্যটকদের আনাগোনায় কুয়াকাটার আবাসিক হোটেল মোটেল ও রিসোর্টের প্রায় ৮০ শতাংশ রুম বুকড হয়েছে বলে নিশ্চিত করেছে হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী। তিনি বলেন, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার আয়োজন চলছে। এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় পণ্যের প্রদর্শনী এবং বিনোদনের বিশেষ আয়োজন রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করছে ফলে পর্যটকদের আনাগোনা গত কাল থেকেই বাড়ছে।
ঢাকা থেকে আগত পর্যটক হামিদ বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানকার সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে আসা সার্থক মনে হচ্ছে। মেলা উপলক্ষে আরও বেশি আনন্দ পাওয়া যাচ্ছে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের প্রেসিডেন্ট মো. রুমান ইমতিয়াজ তুষার বলেন, পর্যটকদের চাহিদা মেটাতে হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন সেবা খাতগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুটকি ব্যবসায়ী রুবেল জানান, আজ বেশির ভাগই কলেজ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী, তাই বেচা বিক্রি ভাল হয়নি। আশা করছি সামনে ভালো বিক্রি হবে।
সৈকতের ক্ষুদ্র ফিস ফ্রাই ব্যবসায়ী তৈয়বুর রহমান বলেন, গত কয়েকদিন বেচা বিক্রি তেমন ভালো হয়নি। আজ পর্যটকদের আনাগোনায় হয়ত ভালো বিক্রি করতে পারব।
হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, দীর্ঘ দিন ধরে নানা ইস্যুতেই পর্যটকশূন্য ছিল কুয়াকাটা। ফলে পর্যটন নির্ভর ব্যবসায়ীরা প্রতিদিনই লোকসানের মুখে ছিল। সাপ্তাহীক ছুটিতে আশার আলো দেখতে শুরু করছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন বলেন , গত কয়েকদিনের চেয়ে আজ সকাল থেকেই পর্যটকদের আনাগোনা বাড়ছে। ট্যুরিষ্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সহ গোয়েন্দা নজরদারি আছে। আমরা পর্যটকদের নিরাপত্তায় দিনরাত নিরলস কাজ করছি।