বিগত বছরগুলোতে ভারতে বাংলাদেশের স্কুল পাঠ্যবই ছাপানোর কাজ তদারকির নামে কোটি কোটি টাকা অপচয় করা হয়েছে। অতি গোপনে বড় লটবহর নিয়ে কখনো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, কখনো প্রতিমন্ত্রী, আবার কখনো শিক্ষামন্ত্রী ভারতে গেছেন। কাড়ি কাড়ি টাকা খরচ হয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় এবং তাদের অধীনস্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপু্স্তক বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। এছাড়া মাস্তি করে ভারতীয় মুদ্রণ প্রতিষ্ঠানের বাংলাদেশীয় এজেন্টরা প্রচুর টাকা খরচ করেছেন যেসবের কোনো হিসেবই নথিবন্ধ রাখা হয়নি।
পতিত আওয়ামী লীগ সরকারের আনুকুল্যে বছরের বিভিন্ন সময়ে তদারকির নামে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা হয়ে উঠেছেন ভ্রমণ বিলাসী। সরকারি টাকার এমন বেহিসেবি অপচয়ের প্রভাব পড়েছে কোমলমতি শিক্ষার্থীদের বইয়ের পাতায়। খারাপ হতো ছাপার মান। বছরের বিভিন্ন সময়ে এনসিটিবির কর্মকর্তাদের ভারত ভ্রমণের ধুম পড়ে যেতো। জানুয়ারি মাস পেরিয়ে গেলেও ভারতে ছাপা হওয়া বই বাংলাদেশে আসতো না। আবার নিম্নমানের ছাপা হলেও তদারকিতে যাওয়া কর্মকর্তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করতেন না।
২০১১ থেকে ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ৩২ লাখ টাকার মতো বিভিন্ন সময়ে ভ্রমণ বাবদ এনসিটিবির ফান্ড থেকে কর্মকর্তারা খরচ করেছেন।